Khoborerchokh logo

রংপুর মেডিকেল কলেজে পিপিই ও চিকিৎসা সামগ্রী দিলো ,মনোয়ার হোসেন মনু 307 0

Khoborerchokh logo

রংপুর মেডিকেল কলেজে পিপিই ও চিকিৎসা সামগ্রী দিলো ,মনোয়ার হোসেন মনু

 রংপুর মেডিকেল কলেজে পিপিইসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে রংপুর কেমিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনু।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর নুরুন্নবী লাইজু’র কাছে আনুষ্ঠানিকভাবে রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যাবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে ৪৫০ পিস টেষ্টিং কীর্টস, ২ হাজার পিস মাস্ক, ৪শত পিস চশমা, থার্মার মিটার ও ২শত পিছ পিপিই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক, সমাজসেবক হাজী মমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানগণ, রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ এপ্রিল নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় অবস্থিত রংপুর ক্যামিক্যাল লিঃ ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যাবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ পিস পিপিই ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com